| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব গাজ্জা যুদ্ধবিরতি নিয়ে ইরানি কর্মকর্তারদের সাথে আলোচনা করলেন তুরস্কের গোয়েন্দা প্রধান


গাজ্জা যুদ্ধবিরতি নিয়ে ইরানি কর্মকর্তারদের সাথে আলোচনা করলেন তুরস্কের গোয়েন্দা প্রধান


শেখ আশরাফুল ইসলাম     09 February, 2025     02:35 PM    


সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে ও দায়েশকে প্রতিহত করা এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব আলী আকবর আহমাদিয়ানের সাথে আলোচনা করেছেন তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন। এই বৈঠকে গাজ্জা যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হয়। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

সূত্রে জানা যায়, সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে ও দায়েশের দেওয়া হুমকিগুলোকে কীভাবে মোকাবেলা করা যায়, সেই বিষয়ে বিস্তর আলাপ হয় এই বৈঠকে। সেই সাথে গাজ্জা যুদ্ধবিরতি ও ফিলিস্তিনের সার্বিক উন্নয়ন-অগ্রগতি নিয়েও আলোচনা করেছেন তারা। 

এর আগে, হামাস নেতাদের সাথে আলোচনার মাধ্যমে  ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত রাখতে বিশেষ ভূমিকা রাখেন তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন। গোয়েন্দা প্রধানের দায়িত্ব পাওয়ার আগে ইব্রাহিম কালিন ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট ও  মুসলিম বিশ্বের অন্যতম নেতা রজব তাইয়েব এরদোগানের বিশেষ উপদেষ্টা।

উল্লেখ; গাজ্জায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনের স্বার্থ রক্ষায় তুরস্ক প্রধান আন্তর্জাতিক সমর্থক হিসেবে কাজ করছে।

সূত্র : টিআরটি